বৃক্ষটি উলঙ্গ নাকি আমাদের বিবেক!

ছবিতে বৃক্ষটির অবস্থা দেখে নোবেল বিজয়ী মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস "দ্যা ওল্ড ম্যান অ্যান্ড দ্যা সী"র কথা মনে পড়ে গেল। এই উপন্যাসের প্রধান চরিত্র সান্টিয়াগো নামের বৃদ্ধ লোকটি তার পুরো জীবন শেষ করে দিয়েছিল একটি মার্লিন মাছ ধরার জন্য। মাছটি যখন সত্যিই তিনি ধরতে পেরেছিলেন তখন গভীর সমুদ্র থেকে তীরে আসতে আসতে হিংস্র হাঙ্গরেরা শুধু কাঁটাগুলো রেখে মাছের বাকি সব মাংসই খেয়ে ফেলেছিল।
এই বৃক্ষটির অবস্থাও তেমনই মনে হলো। জীবনের সর্বোচ্চটুকু দিয়ে সে ফল দিল। অথচ মানুষ নামের হিংস্র হাঙ্গরেরা তাদের ফায়দার অংশটুকু রেখে বাকি সবকিছুই তার কাছ থেকে কেড়ে নিল।
আমরা তো শুধুই ফল চাই। বৃক্ষ বাঁচুক মরুক তাতে কী যায় আসে! আমাদের শুধুই ফল দরকার।
©মাহমুদ সাকি