ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন নীলফামারীর ওসমানিয়া উদ্যান থেকে

Jun 9, 2025 - 08:14
ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন নীলফামারীর ওসমানিয়া উদ্যান থেকে

মো. জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

ঈদ কিংবা যেকোনো উৎসবের ছুটিতে ঘুরে আসতে পারেন নীলফামারীর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ওসমানিয়া উদ্যান থেকে। গ্রামীণ পরিবেশে পরিপাটি ও মনোরমভাবে সাজানো এই উদ্যানটি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

উদ্যানটি নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামে অবস্থিত। ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা এই দৃষ্টিনন্দন পার্কটি জেলা শহর থেকে খুব বেশি দূরে নয়। চারপাশে সবুজের আবরণে ঘেরা ওসমানিয়া উদ্যান যেন প্রকৃতির কোলে একখণ্ড স্বর্গরাজ্য। পার্কের বহিরাংশ থেকে শুরু করে অভ্যন্তর পর্যন্ত প্রতিটি কোণই নয়নাভিরাম।

প্রবেশদ্বার পার হতেই চোখে পড়ে এক অপূর্ব কৃত্রিম ঝর্ণা। সেখানে একসঙ্গে অনেক ডলফিনের মুখ থেকে বয়ে যাচ্ছে জলের ধারা, যা মুহূর্তেই ভ্রমণপিপাসুদের মুগ্ধ করে।

 

 

গ্রীষ্মকাল মানেই রসালো ফলের মৌসুম। পার্কজুড়ে চোখে পড়ে গাছভর্তি লাল পাকা লিচুর থোকা। যদিও এগুলো বাণিজ্যিকভাবে আগেই বিক্রি হয়ে গেছে, তবে চোখের আরামে কোনো ঘাটতি নেই।

পার্কজুড়ে রয়েছে ফুল, ফল, পাতাবাহার ও বনজ বৃক্ষের সমৃদ্ধ সমাহার, যা সহজেই ক্যামেরাবন্দি হতে পারে। শিশুদের আনন্দদানের জন্য রয়েছে মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক। চিড়িয়াখানায় রয়েছে হরিণ, ময়ূর, বানর, ঘোড়া, কবুতর, চীনা ও টার্কি মুরগি, ইমু পাখিসহ নানা ধরনের প্রাণী। এছাড়াও রয়েছে সৌদি আরবের বিরল প্রজাতির কয়েকটি দুম্বা।

শিশুদের জন্য রয়েছে টয় ট্রেন, নাগরদোলা, চরকি, দোলনাসহ নানা ধরনের খেলাধুলার ব্যবস্থা। পার্কজুড়ে রয়েছে সবুজ ঘেরা নীলজলের সুইমিংপুল, যেখানে বড়রাও প্রশান্তি খুঁজে পান।

এছাড়াও পার্কজুড়ে ছড়িয়ে রয়েছে শিল্পসম্মত স্থাপনা ও ভাস্কর্য, যেগুলোর নির্মাণে খ্যাতনামা শিল্পীদের নিপুণ কারুকাজ চোখে পড়ে। এই শিল্পকর্মগুলো পার্ককে করেছে অন্যান্য পার্কের তুলনায় অনন্য।

পবিত্র ঈদুল আজহার ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরে আসার জন্য ওসমানিয়া উদ্যান হতে পারে একটি চমৎকার গন্তব্য। শুধু শিশুরা নয়, বড়রাও এখানে খুঁজে পাবেন মানসিক প্রশান্তি ও নির্মল আনন্দ। জনপ্রতি প্রবেশমূল্য মাত্র ৫০ টাকা হওয়ায় স্বল্প খরচে ঘুরে বেড়ানোর জন্য এটি হয়ে উঠেছে সব বয়সী মানুষের কাছে জনপ্রিয় এক বিনোদনকেন্দ্র।