ইরানের পারমাণবিক স্থাপনায় আমরা আক্রমণ করতেও পারি, আবার নাও করতে পারি -প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের পারমাণবিক স্থাপনায় আমরা আক্রমণ করতেও পারি, আবার নাও করতে পারি -প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প [ ওয়াশিংটন, ১৮ জুন ২০২৫ ] প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আমি এটা (হামলা) করতে পারি। আবার না-ও করতে পারি। কেউই জানে না আমি কী করব।”
ট্রাম্প বলেন, “ইরান এখন বড় ঝামেলায় পড়েছে। তারা এখন আলোচনায় বসতে চায়। আমি বলেছি—এই মৃত্যু আর ধ্বংসযজ্ঞ শুরুর আগে কেন আমার সঙ্গে আলোচনায় বসলে না? কেন আগেভাগে আলোচনা করোনি? আমি সবাইকে বলেছি—তোমরা যদি দুই সপ্তাহ আগে আমার সঙ্গে কথা বলতে তাহলে সবকিছু ঠিকঠাক হতে পারত। তখন তোমাদের দেশটা রক্ষা পেত।”
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল-এ ইরান সংক্রান্ত একাধিক পোস্ট দেন ট্রাম্প। তার একটিতে লেখা ছিল: “নিঃশর্ত আত্মসমর্পণ!”
সাংবাদিকরা এর ব্যাখ্যা চাইলে ট্রাম্প বলেন, “এর মানে হচ্ছে আমি আর পারছি না। ঠিক আছে? আমি হাল ছেড়ে দিয়েছি। আর না।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য ইরানের ওপর মার্কিন চাপ আরও বাড়াবে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছাতে পারে। যদিও তিনি সরাসরি কোনো হামলার ঘোষণা দেননি, তবে ‘হামলা করতেও পারি, আবার নাও করতে পারি’ জাতীয় মন্তব্য রাজনৈতিকভাবে ইঙ্গিতবহ।