ডিমলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৩ হাজার ৫’শ টাকা জরিমানা

Jun 19, 2025 - 21:58
ডিমলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৩ হাজার ৫’শ টাকা জরিমানা

মো: জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলা সদরের বিজয় চত্ত্বর মোড়ে প্রধান সড়কের দুই পাশ ও ড্রেন দখলে নিয়ে সড়ক সংকুচিত করে যান চলাচল-পথচারী মানুষের বিঘ্ন সৃষ্টি করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় হেলমেট পরিধান না করায়, ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক মোটরসাইকেল চালক ও উন্মুক্ত ভাবে বালু বহন করায় একটি ট্রাক্টর মালিকসহ মোট ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৮ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার।

এ সময় সড়কের দু’পাশ ও পাকা ড্রেন থেকে ব্যবসায়ীদের মালামাল সরিয়ে দিনে এবং পরবর্তীতে পুনরায় দখলের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দেয়া হয়। এসব জরিমানার মধ্যে জমজম রেস্তরাঁকে ৫ হাজার,মিঠুন ষ্টোরকে ৩ হাজার,থ্রি স্টার রেষ্টুরেন্টকে ২ হাজার,শাকিল ট্রেডার্সকে ১ হাজার,মোসাদ্দেক পান ষ্টোরকে ৫ শত টাকা,এক মোটরসাইকেল চালককে ১হাজার ও এক ট্রাক্টর মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন ডিমলা থানা পুলিশ। এদিকে প্রশাসনের এ ধরণের অভিযানকে ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা জানান,সড়কের দু’পাশে ও ড্রেন দখলে নেয়ায় সড়ক সংকুচিত হয়ে প্রায় তীব্র যানজট সৃষ্টি হয়।এ তে জনসাধারণ চরম ভোগান্তিতে পরেন, তারা এ ধরণের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।