ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে সুপারিশ করবে পাকিস্তান

Jun 22, 2025 - 08:36
ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে সুপারিশ করবে পাকিস্তান

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করবে পাকিস্তানের সরকার। গতকাল শনিবার দেশটির সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

পাকিস্তান সরকারের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়, গত মাসে ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক সংঘাতে ট্রাম্পের সফল কূটনৈতিক হস্তক্ষেপের জন্য তাঁকে ২০২৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের সঙ্গে সংঘাত যখন বিপজ্জনক মোড় নিচ্ছিল, তখন ট্রাম্পের হস্তক্ষেপে সেই উত্তেজনা কমেছে জানিয়ে পাকিস্তান সরকার আরও বলেছে, ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে কৌশলগত দূরদৃষ্টি ও রাষ্ট্রনায়কসুলভ গুণাবলির পরিচয় দিয়েছেন ট্রাম্প।

পারমাণবিক অস্ত্র থাকা প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘাত বাড়তে না দিয়ে অস্ত্রবিরতির জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছে পাকিস্তান সরকার। গতকালের এক্স পোস্টে আরও বলা হয়েছে, ‘কূটনৈতিক এই হস্তক্ষেপ প্রমাণ করেছে, ট্রাম্প প্রকৃতপক্ষে একজন শান্তির দূত এবং আলোচনার মাধ্যমে তিনি সংঘাতের সমাধান করতে পারেন।’

তবে কূটনৈতিক হস্তক্ষেপ করে সংঘাত বন্ধের জন্য পাকিস্তানের পক্ষ থেকে ট্রাম্পকে কৃতিত্ব দেওয়া হলেও ভারতের অবস্থান অবশ্য ভিন্ন। তাঁদের দাবি, পাকিস্তানের সঙ্গে অস্ত্রবিরতির ক্ষেত্রে ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না।

এদিকে এএফপির খবরে জানানো হয়, পাকিস্তানের এমন ঘোষণার এক দিন আগে গত শুক্রবার ট্রাম্প অভিযোগ করেন, শান্তির দূত হয়ে বিভিন্ন সংঘাত বন্ধে ভূমিকা রাখলেও তাঁকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না। এ সময় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও রুয়ান্ডা, ভারত ও পাকিস্তান এবং সার্বিয়া ও কসোভোর মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার দাবি করেন ট্রাম্প।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ট্রাম্পকে এর আগে একাধিকবার তাঁর আইনজীবী ও সমর্থকেরা শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিলেও বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার কখনো পাননি তিনি।