জলঢাকায় জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, জলঢাকাঃ
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ, জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচির অংশ হিসেবে একটি র্যালি জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জলঢাকা বাসস্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহণকারীরা সমবেত হন।
উপজেলা যুব বিভাগের সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন, নীলফামারী জেলা সভাপতি প্রফেসর মো. মনিরুজ্জামান জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির ও যুবসমাজের উপদেষ্টা জনাব কামারুজ্জামান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল-হাসান, স্থানীয় নেতা আব্দুর রাজ্জাক রিংকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,"মাদক একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে হলে ঘরে ঘরে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"
বক্তারা মাদকের ভয়াবহতা, সমাজে এর নেতিবাচক প্রভাব এবং প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় জামায়াতে ইসলামী, যুব বিভাগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনসাধারণ কর্মসূচিকে স্বাগত জানান এবং মাদকবিরোধী এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।