মুরাদনগরের ঘটনায় দোষীদের শাস্তি দাবি ঐক্য পরিষদের

Jun 30, 2025 - 07:18
মুরাদনগরের ঘটনায় দোষীদের শাস্তি দাবি ঐক্য পরিষদের

অনলাইন ডেস্কঃ কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি দ্রুত তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

রোববার (২৯ জুন) রাতে সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জুন রাতে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে ফজল আলী (৩৮) নামের এক রাজনৈতিক দলের স্থানীয় নেতা ঘরের দরজা ভেঙে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। এরপর এই পাশবিক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

ঐক্য পরিষদ মনে করে, এ ধরনের বর্বর ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে তা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নারীদের নিরাপত্তাহীনতায় ফেলবে, যা একটি সভ্য রাষ্ট্রের জন্য ভয়ংকর বার্তা। আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা হারিয়ে যাবে।

রোববার ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারকে সহানুভূতি জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তারা মুরাদনগর থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার সঠিক তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি শিমুল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুণ্ড, কুমিল্লা জেলা শাখার সভাপতি লিটন পাল, সাধারণ সম্পাদক শ্যামল দে, ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিপংকর চন্দ্র শীল, বাপ্পা চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।