জলঢাকায় সাংবাদিক স্বপ্নার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় সাংবাদিক স্বর্ণালি আক্তার স্বপ্নার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার (১৪ জুলাই) দুপুরে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে এ কর্মসূচির আয়োজন করে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন। এতে বক্তব্য দেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সহ-সাধারণ সম্পাদক জসিনুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, সদস্য সহিদুল ইসলাম, সাংবাদিক হাছানুজ্জামান সিদ্দিকী, এনআই মানিকসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “একজন নারী সাংবাদিকের ওপর এ ধরণের ন্যক্কারজনক হামলা শুধু ব্যক্তি স্বর্ণালি আক্তারের ওপর নয়, এটি গোটা সাংবাদিক সমাজের ওপর চরম অবমাননা। আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
জানা গেছে, গত বুধবার রাতে জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বর্ণালি আক্তার স্বপ্নার ওপর লকছিচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের নির্দেশে তার লোকজন হামলা চালায় ও তাকে হেনস্থা করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জলঢাকা ও আশপাশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিটির কার্যনির্বাহী সদস্য মজিবর রহমান।