সব প্রাথমিক প্রধান শিক্ষক পাচ্ছেন ১০ম গ্রেড, ‘দ্বিতীয় শ্রেণির’ মর্যাদা

Jul 29, 2025 - 07:05
সব প্রাথমিক প্রধান শিক্ষক পাচ্ছেন ১০ম গ্রেড, ‘দ্বিতীয় শ্রেণির’ মর্যাদা
ছবিঃ সংরক্ষিত

ডেস্ক রিপোর্টঃ অবশেষে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল একধাপ বাড়িয়ে ১০ম গ্রেড নির্ধারণ করেছে সরকার। এর মাধ্যমে তাঁরা পাচ্ছেন দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা।

বুধবার (২৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তকে ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে, রিট করা মাত্র ৪৫ জন প্রধান শিক্ষক এই সুবিধা পেলেও, এবার দেশের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকই এর আওতায় আসছেন।

বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে এবং প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন পান। এবার প্রধান শিক্ষকদের গ্রেড উন্নীত হয়ে ১০ম গ্রেডে উন্নীত হলো।

সর্বোচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষকদের এই মর্যাদা দেওয়ার নির্দেশ থাকলেও, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি না থাকায় এতদিন তা স্থগিত ছিল।

তবে সারা দেশে অসন্তোষ বাড়তে থাকায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে আবারও অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ করে। অবশেষে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিলে, এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এতে করে শিক্ষকরা যেমন অনুপ্রাণিত হবেন, তেমনি প্রাথমিক শিক্ষাব্যবস্থাও আরও ফলপ্রসূ হবে।