ভাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ
পারফর্মেন্স বেজড গ্র্যান্টাস ফর সেকেন্ডারি ইনস্টিটিউটশন স্কিম এসইডিপি মাধ্যমে ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা থেকে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এইচএসসি, দাখিল ও আলীম পরীক্ষায় অংশ গ্রহন করে মেধাবী তালিকায় ভালো ফলাফল অর্জনধারী ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বুধবার (৩০ জুলাই )দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া। সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন, মাধবপুর টেকনিক্যাল কলেজ অধ্যক্ষ নিত্যানন্দ হালদার, তারাইল মাদ্রাসার সুপার মাওলানা ইব্রাহিম, মাওলানা ইদ্রিস আলী প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সুপার ভাইজার প্রহলাদ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকসহ কৃতি শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফলের জন্য আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং আমার পক্ষ থেকে বিদ্যালয়ের লেখাপড়া এবং ভালো ফলাফলের জন্য সার্বিক সহযোগিতা থাকবে।