জলঢাকায় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Aug 1, 2025 - 21:28
Aug 1, 2025 - 21:40
জলঢাকায় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জলঢাকা প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় বালাগ্রাম খেলোয়াড় কল্যাণ পরিষদের আয়োজনে "প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৫" এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে বালাগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টটির শুভ সূচনা করা হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান সুমন (চৌধুরী)। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন সমাজসেবক ডাঃ মোঃ তহিদুল ইসলাম।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন তিস্তা টেকনোলজি ঢাকার নির্বাহী কর্মকর্তা গোলজার রহমান (সবুজ)।সভাপতিত্ব করেন সাবেক ফুটবলার ও ব্যাংক কর্মকর্তা আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র রায়, মতিয়ার রহমান ডবল মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মশিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে এমন টুর্নামেন্ট আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সাহায্য করবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। উল্লেখ্য, সার্বিক সহযোগিতায় ছিল বালাগ্রাম ব্রাদার্স ক্লাব, জলঢাকা।