জলঢাকায় খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নির্বাচনে লটারি অনুষ্ঠিত

Aug 20, 2025 - 09:47
জলঢাকায় খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নির্বাচনে লটারি অনুষ্ঠিত

জলঢাকা প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ডিলার নির্বাচনে লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথভাবে এ লটারির আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা সুমী বেগম, উপজেলা খাদ্য কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা প্রমুখ।

উপজেলার ১১টি ইউনিয়নের মোট ৫০টি কেন্দ্রের জন্য ডিলার নির্বাচন করা হয়। জানা গেছে, ডিলার নিয়োগে ৩৪৪ জন আবেদন করেন। যাচাই-বাছাইয়ে ১৪৯টি আবেদন বাতিল হয় এবং বৈধ আবেদন হিসেবে ২৯৫টি গৃহীত হয়। প্রতিটি পয়েন্টে একাধিক আবেদন থাকায় লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ৫০ জন ডিলার নির্বাচন করা হয়।