রাবিতে বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু
রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০২৫’ আজ শনিবার থেকে শুরু হয়েছে। এদিন বেলা ১১টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবনে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ এই প্রদর্শনীর আয়োজন করে।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও চারুকলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ আলী। চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি প্রফেসর বনি আদমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসুদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে উপাচার্য শ্রেষ্ঠ বিবেচিত শিল্পকর্মের শিল্পীদের পুরস্কার প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য তৈরি করে শিল্পকলা ও চিত্রকর্ম। নান্দনিকতা ও সৃষ্টিশীলতা কেবল মানুষের মধ্যেই বিদ্যমান। এই প্রদর্শনী শিক্ষার্থী-শিল্পীদের সৃজন ও মননশীলতাকে বিকশিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য চারুকলা অনুষদে একটি গ্যালারি নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান।
প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমের প্রায় ২০০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এসব শিল্পকর্মে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, লোকজ ঐতিহ্য, দৈনন্দিন জীবন-জীবিকা ইত্যাদি ফুটে উঠেছে। শিল্পকর্মগুলোতে ঘটেছে নান্দনিকতার অপূর্ব সম্মিলন।প্রদর্শনী ২৮ আগস্ট পর্যন্ত চলবে।