ডিমলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত
মো: জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
সোমবার (২৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড জোড়জিগা বাজার কর্তৃক আয়োজিত নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা সম্মানিত আমীর ও ডোমার ডিমলা নীলফামারী-১ দাঁড়িপাল্লা এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ার স্বপ্ন দেখি। এমন একটি সমাজ, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই এবং বৈষম্যের কোনো স্থান থাকবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান আমীর ডিমলা উপজেলা। মাওলানা নূর মোবাশ্বের আমীর ডিমলা ইউনিয়ন শাখা। মাওলানা আশরাফুল ইসলাম সেক্রেটারি ডিমলা ইউনিয়ন শাখা। সভাপতিত্ব করেন, মিনালুজ্জামান মিন্টু সভাপতি ১নং ওয়ার্ড সহ ডিমলা সদর ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।