কেন্দ্রীয় কমিটির অনুমোদনে গঠিত হলো জলঢাকা উপজেলা মানবাধিকার কমিটি

Aug 28, 2025 - 15:02
কেন্দ্রীয় কমিটির অনুমোদনে গঠিত হলো জলঢাকা উপজেলা মানবাধিকার কমিটি

জলঢাকা,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার ঢাকা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৫) বিকেলে সংগঠনের মহাসচিব মোঃ নুরুল ইসলাম ঢাকা থেকে অনুমোদন প্রদান করেন। 

নবগঠিত কমিটিতে মোহাম্মদ মাহবুব নোমান সভাপতি এবং আল ইকরাম বিপ্লব চিশতিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর তারা মানবাধিকার সুরক্ষায় নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ এ সংস্থা বাংলাদেশ সরকারের অনুমোদিত (নিবন্ধন নং S-11428) এবং ১৮৬০ সালের সোসাইটি রেজিস্ট্রেশন আইনে নিবন্ধিত।

উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন

জলঢাকা উপজেলা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ হামিমুর রহমান হামিম, ডেইলি নিউনেশন পত্রিকার জলঢাকা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেনিন, জাতীয় পার্টির নীলফামারী-৩ আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত রোহান চৌধুরী, গোলমুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান মনি। এছাড়াও কমিটিতে রয়েছেন, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আবু সাইয়েদ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ নাজমুল ফিরোজ, আইন বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান শাহিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আমির আজম, সমাজকল্যাণ সম্পাদক মাসুদুর রহমান, নারী ও শিশু সম্পাদক শিরিন আক্তার আশা, প্রাণ ও পুনর্বাসন সম্পাদক শহিদুল ইসলাম, পরিবেশ সম্পাদক গোলাম মোস্তফা, ধর্ম সম্পাদক আশরাফুল ইসলাম বিপ্লবী, সহ-ধর্ম সম্পাদক আতিয়ার রহমান, শিক্ষা সম্পাদক মনিরুজ্জামান মিলন, সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আলী, দপ্তর সম্পাদক ভবদীশ চন্দ্র, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বুলেট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কৃষ্ণ চন্দ্র রায়, ক্রীড়া সম্পাদক মোতালেব হোসেন, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম ও তুহিন ইসলাম প্রমুখ। স্থানীয় মহল আশা করছে, নতুন এই কমিটির মাধ্যমে জলঢাকায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়নে ইতিবাচক পরিবর্তন আসবে।