গাইবান্ধায় সহকারী শিক্ষিকার মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার ঘাগট নদী থেকে তাসমিন আরা নাজ (৩৫) নামে এক সহকারী শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে তীরে তুলে আনলে বিষয়টি প্রকাশ্যে আসে।
নিহত তাসমিন আরা নাজ গাইবান্ধা এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া গ্রামের নাজির হোসেনের মেয়ে। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নদীতে একটি লাশ উপুড় হয়ে ভাসতে দেখে কৌতূহলী লোকজন সেটিকে তীরে নিয়ে আসেন। পরে অনেকে মরদেহ শনাক্ত করে জানান, তিনি এলাকার পরিচিত শিক্ষিকা তাসমিন আরা নাজ। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।হঠাৎ করে একজন তরুণ শিক্ষিকার লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।