রংপুরে সাংবাদিক হেনস্তা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী বদলি
নিজস্ব প্রতিবেদকঃ রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলীকে নগর ভবনে ‘মব’ তৈরি করে হেনস্তার ঘটনায় রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উম্মে ফাতিমাকে বদলি করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, উম্মে ফাতিমাকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়নের জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের জেরে নগর ভবনে ডেকে নিয়ে সাংবাদিক লিয়াকত আলীকে হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনি রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়।
মামলায় আসামিদের বিরুদ্ধে বেআইনি জনতাবদ্ধ হওয়া, অবৈধ অবরোধ, হত্যার উদ্দেশ্যে সাধারণ ও গুরুতর আঘাত, অপহরণ ও খুন-জখমের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। এতে সিটি করপোরেশনের ৯ কর্মকর্তা-কর্মচারী, এক সাবেক কাউন্সিলর এবং ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ ইতিমধ্যে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।