ডিমলায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Oct 3, 2025 - 20:53
ডিমলায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো: জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা খগার হাট মিনি স্টেডিয়ামে ২০২৫ এর মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ২ অক্টোবর ডিমলা খগা হাট কেপিএস ক্লাবের আয়োজনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে বিএনপির কেন্দ্রীয় নেতা নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম চৌধুরী তুহিন। মাদকবিরোধী ফাইনাল খেলায় দিনাজপুর জেলা দলের মুখোমুখি হয় লালমনিরহাট একাদশ, ফাইনাল খেলার ম্যাচে দিনাজপুর ১-০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়েছে। 

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম তুহিন বলেন, তরুণ সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই খেলাধুলা মানুষকে শৃঙ্খলাপরায়ণ করে এবং মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখে আমি বিশ্বাস করি, আগামী দিনের তরুণ প্রজন্ম সঠিক নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এ সময় ফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন অধ্যক্ষ মনোয়ার হোসেন সাবেক সভাপতি ডিমলা উপজেলা ও সদস্য জেলা বিএনপি আহবায়ক কমিটি, ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যাপিকা সেতারা সুলতানা সদস্য জেলা বিএনপি আহবায়ক কমিটি, গোলাম রব্বানী প্রধান সদস্য জেলা বিএনপি আহবায়ক কমিটি, এবং বিএনপির অগসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে এলাকার সচেতন নাগরিকগণ বলেন, টুর্নামেন্টের মূল উদ্দেশ্য যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা ও প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন বিনোদন মূলক খেলার আয়োজন করলে যুব সমাজ তাদের মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত না হয়ে খেলার মধ্যে দিয়ে তাদের জীবনে আনন্দ ময় সময় পার করবে। ফাইনাল খেলায় অতিথিরা জয়ীদের রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন, এবং ফাইনালে খেলার মাঠে উপস্থিত দর্শক দর্শকদের ও খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।