জলঢাকায় তরুণ উদ্যোক্তা নির্বাচন “কমিউনিটি আউটরিচ সভা” অনুষ্ঠিত

Oct 9, 2025 - 23:01
জলঢাকায় তরুণ উদ্যোক্তা নির্বাচন “কমিউনিটি আউটরিচ সভা” অনুষ্ঠিত

জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ

শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচন লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় অনুষ্ঠিত হয়েছে “কমিউনিটি আউটরিচ সভা”। ২০২৫ সালের “তারুণ্যের উৎসব” উপলক্ষে এই সভার আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ। 

“Recovery and Advancement of Informal Sector Employment (RAISE)” প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের কর্মসংস্থান বাড়াতে ও উদ্যোগী হতে উৎসাহিত করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ আয়োজনে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে আরডিআরএস বাংলাদেশ, জলঢাকা শাখা।