কিশোরগঞ্জে গরু ব্যবসায়ীর হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরিবারের দাবি হত্যা
কিশোরগঞ্জ ( নীলফামারী) সংবাদদাতাঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক গরু ব্যবসায়ীর হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বড়ভিটা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের একটি বাঁশঝাড় সংলগ্ন গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মোস্তাফিজার রহমান (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা ইসলাম উদ্দিনের ছেলে।
নিহতের ভাই মাইনুল ইসলাম জানান, মোস্তাফিজার স্থানীয় আব্দুল্লাহর ছেলে মিজানুরের কাছ থেকে একটি জমি কিনেছিলেন এবং পরে তা অন্যত্র বিক্রি করেন। জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে গ্রামে সালিশ বসে। সালিশে স্থানীয় কয়েকজন সিদ্ধান্ত দেন, মোস্তাফিজারকে ৫৫ শতক জমি ফেরত দিতে হবে এবং ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে মিজানুরের ভাই ওমর ফারুককে।
তিনি আরও বলেন, “রাতে ভাই বাড়িতে ফিরে ঘুমাতে যায়। সকালে জানতে পারি, গ্রামের একপাশে একটি গাছে তার হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।”
পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুছ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত চলছে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।