কৃষি বিষয়ক কন্টেন্টে ওয়াহিম হোছাইন এর জয়জয়কার! কিন্তু কে এই ওয়াহিম?
নিজস্ব প্রতিবেদক,দ্যা ডেইলি ইমেজ বিডিঃ
বাংলাদেশের ডিজিটাল দুনিয়ায় কৃষি বিষয়ক তথ্য ও শিক্ষামূলক কনটেন্ট এখন ব্যাপক জনপ্রিয়। কৃষকের মাঠের সমস্যা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির ভবিষ্যৎ — সব জায়গায়ই এখন অনলাইনের প্রভাব দৃশ্যমান। আর এই পরিবর্তনের পেছনে যাদের নিরলস পরিশ্রম, তাদের অন্যতম একজন হলেন ওয়াহিম হোছাইন।
কৃষির তরুণ কণ্ঠ
ওয়াহিম হোছাইন একজন তরুণ কৃষিবিদ ও কনটেন্ট ক্রিয়েটর, যিনি কৃষিকে নতুনভাবে তুলে ধরছেন ডিজিটাল প্ল্যাটফর্মে। তাঁর ভিডিও, আর্টিকেল ও সোশ্যাল মিডিয়া পোস্টগুলো শুধু তথ্যবহুলই নয়, বরং কৃষকদের বাস্তব সমস্যার সমাধানও তুলে ধরে।
ফসলের রোগ, পোকামাকড় নিয়ন্ত্রণ, আধুনিক চাষাবাদ পদ্ধতি, কৃষি প্রযুক্তি — প্রতিটি বিষয়ে তাঁর উপস্থাপনা সহজ, বাস্তবভিত্তিক ও প্রেরণাদায়ক।
ডিজিটাল কৃষি সচেতনতার নতুন দিগন্ত
ইউটিউব, ফেসবুক ও বিভিন্ন অনলাইন মিডিয়ায় ওয়াহিমের কনটেন্ট লাখো কৃষিপ্রেমীর কাছে পৌঁছে যাচ্ছে। তরুণ প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা এবং কৃষি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার সংস্কৃতি তৈরি করাই তাঁর মূল লক্ষ্য।
তিনি বিশ্বাস করেন — “যদি আমরা আধুনিক প্রযুক্তি ও সঠিক তথ্য কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, তাহলে বাংলাদেশ আবারও সবুজ বিপ্লবের যুগে ফিরে যাবে।”
কৃষি শিক্ষার্থীদের অনুপ্রেরণা
ওয়াহিম নিজেও কৃষি শিক্ষা পটভূমি থেকে উঠে এসেছেন। তাই তিনি জানেন, কীভাবে মাঠের জ্ঞান ও বইয়ের জ্ঞানকে একত্রে কাজে লাগাতে হয়। কৃষি ডিপ্লোমা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য তিনি তৈরি করেছেন নানা নির্দেশনামূলক ভিডিও ও গাইডলাইন — যা ইতিমধ্যেই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ভবিষ্যতের লক্ষ্য
ওয়াহিম হোছাইন চান বাংলাদেশের কৃষি খাতকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে। তিনি বিশ্বাস করেন, “বাংলাদেশের মাটিই আমাদের শক্তি, এই মাটিকেই বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”
কৃষি শুধু একটি পেশা নয়, এটি একটি সম্ভাবনার নাম। সেই সম্ভাবনাকে ডিজিটাল যুগে নতুনভাবে তুলে ধরছেন ওয়াহিম হোছাইন — তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক হয়ে।