পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে ৫৭ পদে নিয়োগ

Oct 11, 2025 - 12:51
পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে ৫৭ পদে নিয়োগ

অনলাইন ডেস্কঃ

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর এর প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য মতে, ৪র্থ গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেডে ২৭ ক্যাটাগরিতে মোট ৫৭ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীর বয়স ০১ অক্টোবর ২০২৫ ইং তারিখে ১৮-৩২ বছর হতে হবে। তবে পরিচালক পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪৫ (পঁয়তাল্লিশ), যুগ্নপরিচালক পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ (চল্লিশ), উপপরিচালক পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ (পঁয়ত্রিশ) হইতে হইবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

 RDA Rangpur Job Circular 2025 এর প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।

 RDA Rangpur Job Circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যাঃ ৫৭ টি।

আবেদনের বয়সসীমা: ০১ অক্টোবর ২০২৫ ইং তারিখে ১৮-৩২ বছর।

আবেদনের সময়সীমা : ০৮ অক্টোবর ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ০৭ নভেম্বর ২০২৫ ইং বিকাল ০৫:০০ ঘটিকা।  

আবেদন ফি: পদ অনুসারে ৫৬ টাকা থেকে ২২৩ টাকা পর্যন্ত , তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধি ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের জন্য ৫৬ টাকা।

আবেদন ফি জমা দেওয়া পদ্ধতি: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন।

আবেদন প্রক্রিয়া : অনলাইনে এই লিঙ্কে https://rdarangpur.teletalk.com.bd/ প্রবেশ করে আবেদন করতে হবে।