জলঢাকায় এমপিওভূক্ত শিক্ষকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

Oct 13, 2025 - 20:36
জলঢাকায় এমপিওভূক্ত শিক্ষকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশেের অংশ

বিধান চন্দ্র রায়, জলঢাকা ( নীলফামারী):

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান এবং জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, জলঢাকা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব সাইদার রহমান।এসময় বক্তব্য দেন প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী রোকন, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর, পাঠানপাড়া এমইউ আলিম মাদরাসার সহকারী অধ্যাপক জিকরুল হক, গাবরোল তহসিলদার পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানাসহ অন্যরা।

বক্তারা বলেন, “আমাদের মতো কোনো শিক্ষকের কাছ থেকে পড়ালেখা করে আজ অনেকেই পুলিশ অফিসার হয়েছেন, অথচ সেই পুলিশ অফিসাররাই শিক্ষকের গায়ে হাত তুলেছেন—এটি অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়।”

তারা আরও বলেন,“আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। আগামীতে যদি আবারও শিক্ষকের উপর হামলা হয়, তাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে জলঢাকায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ।”

এর আগে বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায়, সকল প্রতিষ্ঠানেই কর্মবিরতি চলছে।