জলঢাকায় এইচএসসিতে তিন কলেজের কেউ পাস করেনি
বিধান চন্দ্র রায়, জলঢাকাঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। ফলে শিক্ষার মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের ১৫ জন, চাওড়াডাঙ্গী হাই স্কুল অ্যান্ড কলেজের ৬ জন এবং গোলমুন্ডা আদর্শ কলেজের ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। কিন্তু তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। স্থানীয় শিক্ষানুরাগীরা বিষয়টিকে “শিক্ষা ব্যবস্থার গভীর সংকটের প্রতিফলন” বলে উল্লেখ করেছেন।
এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকভাবে পাঠদান না হওয়ায় সন্তানরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছে।” তারা সংশ্লিষ্ট কলেজগুলোর বিরুদ্ধে তদন্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
চাওড়াডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মনমথ চন্দ্র রায় বলেন, “আমাদের কলেজ শাখা এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে ঝরে পড়া বা দুর্বল শিক্ষার্থীরাই এখানে ভর্তি হয়। ভবিষ্যতে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আমরা পদক্ষেপ নিচ্ছি।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) আশরাফ-উজ-জামান সরকার বলেন, “যেসব প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি, তাদের বিষয়ে বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে উপজেলা পর্যায় থেকে সরাসরি শোকজ করার এখতিয়ার আমাদের নেই।”