ডিমলা হাসপাতাল পরিদর্শনে গিয়ে শিশু ওয়ার্ডে ফ্যান না থাকায় তাৎক্ষণিক ফ্যান দিলেন ইউএনও

Oct 16, 2025 - 23:37
ডিমলা হাসপাতাল পরিদর্শনে গিয়ে শিশু ওয়ার্ডে ফ্যান না থাকায় তাৎক্ষণিক ফ্যান দিলেন ইউএনও

মো: জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান, উপজেলা হাসপাতালে পরিদর্শনে গিয়ে শিশু ওয়ার্ডে ফ্যান না থাকায় নিজ উদ্যোগে তাৎক্ষণিক একটি সিলিং ফ্যান প্রদান করেন।

বুধবার (১৫ অক্টোবর) দুপরে ডিমলা উপজেলা হাডপাতালে পরিদর্শনে যান। তিনি হাসপাতালের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন। শিশু ওয়ার্ডে ফ্যান না থাকায় শিশুদের কষ্ট দেখে তিনি তাৎক্ষণিক একটি সিলিং ফ্যান প্রদান করেন। হাসপাতালের দেয়াল ও ছাদের অনেক জায়গায় ধসে পড়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় তা মেরামত ও সংস্কারে বরাদ্দ দেয়ার জন্য মোবাইল ফোনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের সাথে কথাও বলেন তিনি । এ

সময় উপস্থিত ছিলেন, সমাজ সেবা অফিসার মো,ওয়াসিম ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প, কর্মকর্তা ডাঃ মো,রাশেদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো,নোমান প্রমূখ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান, ডিমলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকেই কয়েকদিন পরপর হাসপাতালে পরিদর্শন করেন এবং চিকিৎসা নিতে আসা রোগী ও ভর্তি রুগীর সাথে মতবিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন।