নীলফামারী জেলায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Oct 25, 2025 - 22:20
নীলফামারী জেলায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মো: জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী জেলায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের বড় মাঠে নীলফামারী জেলা সাংবাদিক একাদশ বনাম টেলিভিশন ক্যামেরা পার্সন একাদশের মধ্যে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ফুটবল খেলায় জেলা টেলিভিশন ক্যামেরা পার্সন একাদশ ২-১ গোলে জেলা সাংবাদিক একাদশকে পরাজিত করে।

টেলিভিশন ক্যামেরা পার্সন অ্যাসোসিয়েশনের আয়োজনে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, জেষ্ঠ সাংবাদিক তাহমিন হক, মীর মাহমুদুল হাসান, হাসান রাব্বি প্রধান, ভুবন রায় নিখিল, মোশাররফ হোসেন প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।