জলঢাকায় নাগরিক প্লাটফর্ম অধিকার ও প্রাপ্যতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Dec 7, 2025 - 17:39
জলঢাকায় নাগরিক প্লাটফর্ম অধিকার ও প্রাপ্যতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জলঢাকা প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় নাগরিক প্ল্যাটফর্মের অধিকার ও প্রাপ্যতা বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় হলরুমে এই প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার সকালে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক সিরাজুল ইসলাম। 

বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসিওয়াচ এর জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন ডেমোক্রেসিওয়াচ এর এর জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা- ফেসিং প্রকল্পের নীলফামারী জেলা প্রকল্প সমন্বয়কারী মুজিবুর রহমান ও সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আক্তার। এসময় উপস্থিত ছিলেন নাগরিক প্লাটফর্মের সদস্য প্রধান শিক্ষক রেহেনা পারভিন, প্রধান শিক্ষক মল্লিকা রায় ও সাংবাদিক আবেদ আলী।

প্রশিক্ষণে সুশাসন, জেন্ডার সমতা, বৈষম্য নিরসন ও নাগরিক প্ল্যাটফর্মের সদস্যদের দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দুই দিন ব্যাপী প্রশিক্ষণে জলঢাকা উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ১৫ জন সদস্য অংশ নেন।