জুডিশিয়াল সার্ভিস কমিশনে বিশাল নিয়োগ, পদ ১১৫২

Dec 7, 2025 - 17:48
জুডিশিয়াল সার্ভিস কমিশনে বিশাল নিয়োগ, পদ ১১৫২

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (BJSC Job Circular 2025) কর্তৃপক্ষ হতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন ওয়েবসাইটে ২০ নভেম্বর ২০২৫ ইং প্রকাশিত হয়।

 পদ সংখ্যা: মোট ১,১৫২ টি (স্থায়ী পদ)

পদের ধরন : ০৬টি ভিন্ন ক্যাটাগরির

পদ প্রকাশের তারিখ: ২০ নভেম্বর ২০২৫ আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৫, রাত ১০:০০ ঘটিকা থেকে আবেদনের শেষ তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৫, বিকেল ০৫:০০ ঘটিকা পর্যন্ত

কারা আবেদন করতে পারবেন?

যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি নারী-পুরুষ নাগরিকরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

আবেদন করবেন কীভাবে? (ধাপে ধাপে)

১. ওয়েবসাইটে প্রবেশ করুন: https://bjsc.teletalk.com.bd ২. “Application Form” অপশনে ক্লিক করুন ৩. সঠিকভাবে সকল তথ্য পূরণ করুন (শিক্ষাগত যোগ্যতা, এনআইডি নম্বর ইত্যাদি) ৪. প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন:

সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি

স্বাক্ষরের স্ক্যান কপি

শিক্ষাগত সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি ৫. আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করুন (Teletalk-এর মাধ্যমে)

অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে চাইলেঃ

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও পদের নাম-সংখ্যা জানতে BJSC-এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা https://bjsc.teletalk.com.bd ভিজিট করুন।

যারা বিচার বিভাগে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পূরণ করুন এবং প্রস্তুতি শুরু করে দিন!