তিন পার্বত্য জেলায় ভ্রমণ না করতে পরামর্শ প্রশাসনের

Oct 7, 2024 - 06:51
তিন পার্বত্য জেলায় ভ্রমণ না করতে পরামর্শ প্রশাসনের

ডেস্ক রিপোর্টঃ

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলায় ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে প্রশাসন। গতকাল রোববার বিকেলে তিন জেলার জেলা প্রশাসকেরা এ নির্দেশনা জারি করেন। ৮ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

রাঙামাটি জেলা প্রশাসন থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত পর্যটকদের ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাঙামাটি ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। এর আগে ৩ অক্টোবর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেকে পর্যটকদের না যেতে পরামর্শ দিয়েছিল জেলা প্রশাসন।

একই রকম এক বার্তায় খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামানও ভ্রমণ নিষেধাজ্ঞার কথা জানান। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, চলমান পরিস্থিতির কারণে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যটকদের খাগড়াছড়ি ভ্রমণ থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে। একই নির্দেশনা জারি করা হয় বান্দরবান জেলা প্রশাসন থেকেও।

নিষেধাজ্ঞার ব্যাপারে জানতে চাইলে বান্দরবানের জেলা প্রশাসক মোজাহিদ উদ্দিন বলেন, অনিবার্য কারণে পর্যটকদের ভ্রমণ না করতে বলা হয়েছে। এ নির্দেশনা ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। এর বাইরে আর কিছু বলা সম্ভব নয়।