শাহরুখকন্যার ফোন নম্বর ভাইরাল করে দেন অনন্যা

দ্যা ডেইলি ইমেজ বিডি ডেস্কঃ
বলিউডের দুই প্রিয় বান্ধবী, অনন্যা পান্ডে ও সুহানা খান, ছোটবেলা থেকেই ঘনিষ্ঠ সম্পর্কের বন্ধনে আবদ্ধ। অনন্যা, যিনি ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দি ইয়ার ২’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন, শাহরুখ খানের কন্যা সুহানার সঙ্গে একই সফরে রয়েছেন। বর্তমানে সুহানা নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছেন।
সম্প্রতি, অনন্যার নতুন সিনেমা ‘কন্ট্রোল’ মুক্তি পেয়েছে, যা সামাজিকমাধ্যমের নেতিবাচক দিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কুফল তুলে ধরছে। এই ছবির প্রচারের সময় অনন্যা সামাজিকমাধ্যমে একটি ঘটনা শেয়ার করেন, যেখানে তিনি সুহানার সঙ্গে ফেসটাইম করছিলেন।
কিন্তু অনন্যা ছবিটি পোস্ট করার সময় অসাবধানতায় সুহানার ফোন নম্বরও শেয়ার করে দেন। ফলে সুহানার ফোন হ্যাক হয়ে যায়। যদিও পরে তারা পরিস্থিতি মিটিয়ে ফেলেন, তবে এই ঘটনায় সুহানা বিপদের মুখে পড়েন।