তিস্তার বালুচরে অতি আগাম "এলিয়েট" আলু উৎসব

Dec 20, 2024 - 15:07
তিস্তার বালুচরে অতি আগাম "এলিয়েট" আলু উৎসব

চলতি মৌসুমে লালমনিরহাট জেলার তিস্তা বাজারের পাঙ্গাটারী গ্রামের কৃষক আব্দুল মোমিন দুই একর জমিতে মালিক সিডস কোম্পানির আগাম জাত "এলুয়েট" আলু তিস্তা নদীর বালুচরে চাষ করেছেন। 

এরমধ্যে ২৫ শতাংশ জমির আলু উত্তোলন উপলক্ষে আজ ১৯ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে কৃষক কর্তৃক আয়োজিত "মাঠ দিবস ও নতুন আলু উৎসব" অনুষ্ঠিত হয়েছে। 

বিভিন্ন জায়গা থেকে আলু দেখতে আসেন বীজ ব্যবসায়ী পাইকার স্থানীয় কৃষক ও গ্রামবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান এতদিন জানতাম মাটিতে আলু উৎপাদন হয়, আজ নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না যে, আলু বালুতেও উৎপাদন সম্ভব। এই অসম্ভব কাজটি সম্ভব করেছেন এই চরাঞ্চলের কৃষকরা যা দেখে আমরা অত্যন্ত আনন্দিত। 

কৃষক আব্দুল মোমিন জানান মাত্র ৫৮ দিনে আলুর আকার, রঙ ও ফলন চমৎকার দেখলাম, এতো আগামে এতো সুন্দর ফলন পাওয়া যায় এটা অবিশ্বাস্য, এই চরাঞ্চলে আলু চাষে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে মালিক সিডস কোম্পানির এলুয়েট আলু। 

এলুয়েট আলু চাষের শুরুর দিকে অনেকেই আমাকে ভয় দেখিয়ে বলেছিলো যে, তুই পাগলা হইছু, বালুতে আলু চাষ হয়!! তাদের কথাকে গুরুত্ব না দিয়ে মনে সাহস নিয়ে চাষ করেছি, আলহামদুলিল্লাহ যা আশা করেছিলাম তারচেয়েও ভালো ফলন পেয়েছি। ৫৮ দিনে আলু উত্তোলন করতে পারছি দামও ভালো আছে। আমি আগামী দিনেও আমাদের এই তিস্তার চরে এলুয়েট আলুর চাষ করবো, এই বীজ না পেলে আলুই চাষ করবো না।

-খবর বিজ্ঞপ্তির