জলঢাকায় আওয়ামীলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় আ’লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি'সহ সহযোগী সংগঠনগুলো।
রোববার (১২ জানুয়ারী) বিকেলে পেট্রোল পাম্প মোড়স্থ বিএনপির কার্যালয় হতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ের সমাবেশে মিলিত হয়।এসময় পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি জহুরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল বিএসসি,কৈমারী ইউনিয়ন বিএনপির সভাপতি কোহিনুজ্জামান লিটন,ডাউয়াবাড়ী ইউনিয়ন সভাপতি রোকনুজ্জামান সেলিমসহ দলীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা,গত ১৩ সেপ্টেম্বর ডাউয়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল এবং সাবেক এমপি গোলাম মোস্তফাদের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর,নেতাকর্মীদের উপর হামলা'সহ নির্যাতনের ঘটনায় করা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।