পাকিস্তানে খেলা নিয়ে ভারত সরকারের নিষেধাজ্ঞার লিখিত প্রমাণ চায় পিসিবি

Jul 16, 2024 - 06:17
পাকিস্তানে খেলা নিয়ে ভারত সরকারের নিষেধাজ্ঞার লিখিত প্রমাণ চায় পিসিবি

খেলা ডেস্কঃ

সূচি তৈরি হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনিশ্চিত ভারতের। সরকারের অনুমতি নেই বলেই পাকিস্তানে খেলতে যেতে পারবে না রোহিত-কোহলিরা। তবে শুধু মুখে এমন দাবি মানতে নারাজ আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআিই) কাছে দাবির লিখিত প্রমাণ চায় তারা। পিটিআইয়ের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পিসিবি ইতিমধ্যেই টুর্নামেন্টের খসড়া সূচি জমা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে। ভারত টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাবে ধরে নিয়েই তৈরি করা হয়েছে খসড়া সূচি। যেখানে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি। ফাইনালের জন্য নির্ধারিত দিন ৯ মার্চ। এছাড়া ফাইনালের জন্য ১০ মার্চ রিজার্ভ ডে হিসেবে নির্ধারণ করা হয়েছে। মোট ৩টি স্টেডিয়ামে খেলা হবে মিনি বিশ্বকাপখ্যাত এ টুর্নামেন্ট। তবে নিরাপত্তার কথা বিবেচনায় রেখে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে।

 

এমনকি দুটি সেমিফাইনাল করাচি ও রাওয়ালপিন্ডিতে রাখা হলেও ভারত শেষ চারের টিকিট পেলে ভেন্যু বদলে চলে যাবে লাহোরে। ফাইনাল ম্যাচও লাহোরে খেলা হওয়ার কথা।

 

 

কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই মহূর্তে ভারতীয় দলের পাকিস্তানে খেলতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে চায় সংযুক্ত আরব আমিরাতে। অন্ততপক্ষে এশিয়া কাপের মতো শ্রীলঙ্কাতেও খেলতে অসুবিধা নেই ভারতের। গত এশিয়া কাপও আয়োজিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সে সময় পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করলে হাইব্রিড মডেলে দুটি দেশে আয়োজিত হয় টুর্নামেন্ট।

 

তবে এবার সহজে হার মানছে না পিসিবি। সংস্থাটির এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, তারা চায় বিসিসিআই লিখিতভাবে জানাক ভারত সরকার পাকিস্তানে দল পাঠানোর অনুমতি দেয়নি।

 

সূত্রের কথায়, ‘যদি ভারত সরকার অনুমতি না দেয়, তবে সেটা লিখিতভাবে জানাতে হবে। এখনই আইসিসির কাছে চিঠি জমা দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। টুর্নামেন্ট শুরুর ৫-৬ মাস আগে আইসিসির কাছে পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে দেয়া উচিত বিসিসিআইয়ের।’

 

 

এদিকে ১৯ জুলাই কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসির বার্ষিক সম্মেলন। সেখানে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বিষয়ে আলোচনা হওয়ার কথা নয়। তবে আইসিসি পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্টের জন্য বাড়তি অর্থ বরাদ্দ করেছে। বিশেষ করে হাইব্রিড মডেলের কথা মাথায় রেখে। কারণ ভিন্ন দুই দেশে আসর আয়োজন করতে খরচ হবে একটু বেশি।