চ্যাম্পিয়ন ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
খেলা ডেস্কঃ তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলল ভারত। গতকাল দুবাইয়ে আট দলের লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৪ ইউকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। এর আগে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড। গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ২৫১ রানের লড়াকু পুঁজি তোলে কিউইরা। জবাব দিতে নেমে দারুণ শুরু করেছিল ভারত। উদ্বোধনী জুটিতে ১০০ ছাড়ায় রোহিত শর্মার দল।
ওয়ানডে সংস্করণে এ নিয়ে টানা ১৫ ম্যাচে টস হেরেছে ভারত। ব্যাটিং নামা নিউজিল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত। ঝড়ো শুরু করে তারা। উদ্বোধনী জুটিতে ৫৭ রান তোলে দলটি। এরপরই ছন্দপতন হয় তাদের। ৭৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। দলীয় শতক পার হতেই চতুর্থ উইকেটের পতন হয় তাদের।
উইল ইয়ং ২৩ বলে ১৫ রানে আউট হন। আরেক ওপেনার রাঁচিন রবিন্দ্রর ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৩৭ রান। অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন ১৪ বলে ১১ রানে সাজঘরে ফেরেন। আইসিসি ওয়ানডে সংস্করণেই অচেনারূপে হাজির হন তিনি। ভারতের বিপক্ষের ফাইনালেও ছবিটা পাল্টাল না। পরে ডারিল মিচেল নিউজিল্যান্ডের ইনিংসের হাল ধরেন। একপ্রান্ত আগলে রেখে ভালোই লড়াই
চালিয়ে যান তিনি। কিন্তু অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল লাগে।
জুটি গড়ার চেষ্টায় চতুর্থ উইকেটে ধীরেসুস্থে খেলতে থাকে নিউজিল্যান্ড। এ সময় কমে যায় রানের গতি। দুই মিডল অর্ডার ব্যাটার ডারিল মিচেল ও টম লাথাম ৬৬ বলে করেন ৩৩ রান। কিউইরা ছাড়ায় ১০০। ৩০ বলে ১৪ রানে আউট হন লাথাম। পঞ্চম উইকেটে হাফ-সেঞ্চুরির জুটিতে নিউজিল্যান্ডকে লড়াইয়ে ফেরান গ্লেন ফিলিপস ও মিচেল। দলীয় ১৬৫ রানে ফিলিপসকে শিকার করে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন বরুন চক্রবর্তী। ফিলিপস-মিচেল জুটি ৮৭ বলে ৫৭ রান যোগ করেন। এই জুটির ওপর দাঁড়িয়ে ২০০ পার করার বন্দোবস্ত করে নিউজিল্যান্ড। ফিলিপস ফেরার পর মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে দলের রান ২০০ পার করেন ৩৮ রানে জীবন পাওয়া মিচেল। দুজনের জুটিতে ৪৭ বলে ৪৬ রান পায় দল। এ সময় ৯১ বলে ওয়ানডেতে অষ্টম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন মিচেল। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে দ্বিতীয় ধীরগতির ফিফটি এটি।
হাফ-সেঞ্চুরির পর রানের গতি বাড়ানোর চেষ্টা করেন মিচেল। কিন্তু ৪৬তম ওভারে পেসার মোহাম্মদ সামির বলে আউট হন তিনি। ৩টি চারে ১০১ বলে ৬৩ রান করেন মিচেল। দলীয় ২১১ রানে মিচেল ফেরার পর নিউজিল্যান্ডের রানের চাকা ঘুুরিয়েছেন ব্রেসওয়েল। ইনিংসের শেষ পর্যন্ত খেলেছেন তিনি। ৩৯ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া ব্রেসওয়েল ৫৩ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে বরুন ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন। একটি করে শিকার মোহাম্মদ শামি ও রবিন্দ্র জাদেজার।