পুলিশ তদন্তকেন্দ্রের জানালা ভেঙে পালানো যুবক গ্রেপ্তার

Mar 27, 2025 - 08:15
পুলিশ তদন্তকেন্দ্রের জানালা ভেঙে পালানো যুবক গ্রেপ্তার
ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশ তদন্তকেন্দ্রের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রয়েল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথরখনি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার ভোরের দিকে উপজেলার কাজীপাড়া এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় রয়েল হোসেনকে মাতলামি করতে দেখেন তাঁরা। এ অবস্থায় তাঁকে আটক করে আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। পরে সেখানে এক পুলিশ সদস্যের পাহারায় তাঁকে একটি ঘরে তালাবদ্ধ রাখা হয়। পুলিশের দাবি, সাহ্‌রির সময় সবার ব্যস্ততার সুযোগে ঘরটির পেছন দিকের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান রয়েল।

সিরাজুল হক গতকাল মঙ্গলবার সকালে জানান, রয়েল হোসেন পালিয়ে যাওয়ার পর তাঁকে গ্রেপ্তারে অভিযানে নামে আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র ও নবাবগঞ্জ থানা-পুলিশ। সোমবার রাতে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথরখনি এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এ ছাড়া পুলিশের হেফাজত থেকে গ্রিল ভেঙে পালানোর ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।