গাজায় ইসরাইলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে জলঢাকায় সংহতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনের উপর নির্বিচার সন্ত্রাসী হামলা এবং নৃশংস গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী আহুত নো ওয়ার্ক, নো ক্লাস, নো এক্সাম কর্মসূচি নীলফামারীর জলঢাকায় অনুষ্ঠিত হয়েছে। মজলুম ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে উত্তাল হয়ে উঠে শহরের প্রধান প্রধান সড়ক ও জিরো পয়েন্ট ।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় জলঢাকা সরকারি হাই স্কুল মাঠে সমবেত হয় সর্বস্তরের মুসলিম। দল, মত নির্বিশেষে সব মানুষ দলে দলে অংশ গ্রহণ করে মিছিল ও সমাবেশে। শহরের প্রতিটি পাড়া-মহল্লা, মসজিদ-মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটে আসে আবালবৃদ্ধবনিতা। হাতে ফিলিস্তিনের পতাকা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা। মাথায় জাতীয় পতাকা ও ফ্রী ফিলিস্তিন লেখা কাপড়ের ব্যান্ড আর মুখে শ্লোগান।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকার ঐতিহাসিক জিরো পয়েন্ট এ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন ছাত্র জনতা বক্তব্য রাখেন। তারা ইসরায়েল নৃশংসতার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানান এবং বর্বরতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে ইসলামি রাষ্ট্রসমুহ, ওআইসি এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
একই সাথে মুসলিমদের প্রতি ইসরায়েলী সকল পণ্য বর্জনসহ ফিলিস্তিনিদের জন্য নামাজ শেষে দোয়া করা এবং ইহুদিদের ধ্বংসের জন্য মোনাজাত করার আহ্বান জানান।