ইয়ুথ স্টার্টআপ সামিটে চ্যাম্পিয়ন অব দি চ্যাম্পিয়ন্স খুবি শিক্ষার্থীদের দল ‘ইকো সেন্টিনেল্স বাংলাদেশ’

Apr 9, 2025 - 07:31
ইয়ুথ স্টার্টআপ সামিটে চ্যাম্পিয়ন অব দি চ্যাম্পিয়ন্স খুবি শিক্ষার্থীদের দল ‘ইকো সেন্টিনেল্স বাংলাদেশ’

খুবি প্রতিনিধিঃ তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড আয়োজিত ইয়ুথ স্টার্টআপ সামিট-২০২৫ এ চ্যাম্পিয়ন অব দি চ্যাম্পিয়ন্স হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘ইকো সেন্টিনেল্স বাংলাদেশ’। ‘সাসটেইনেবল ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার’ শিরোনামে তারা লবণাক্ত অঞ্চলকে কৃষি ও পরিবেশবান্ধব হাবে রূপান্তরের পরিকল্পনা উপস্থাপন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গত ০৭ এপ্রিল (সোমবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এর একটি সেগমেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ’২০ ব্যাচের শিক্ষার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম শুভ, সাব্বির আহাম্মদ এবং ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ’২১ ব্যাচের শিক্ষার্থী অন্তরা দাস। 

এদিকে ইয়ুথ স্টার্টআপ সামিট-২০২৫ এ চ্যাম্পিয়ন অব দি চ্যাম্পিয়ন্স খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘ইকো সেন্টিনেলস বাংলাদেশ’ এর সদস্যরা আজ ০৮ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার বিষয়সহ নানা অভিজ্ঞতার কথা উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য চ্যাম্পিয়ন দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল হয়। ইয়ুথ স্টার্টআপ সামিটে জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এমন ঈর্ষণীয় সাফল্যে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত। এ ধরনের সৃজনশীল ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশ-বিদেশে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখবে বলে আশা করি। উপাচার্য ভবিষ্যতেও তাদের পথচলা আরও সুন্দর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

প্রসঙ্গত, ইয়ুথ স্টার্টআপ সামিট-২০২৫ এ কয়েক হাজার আইডিয়ার মধ্যে ১৫টি দল জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন অব দি চ্যাম্পিয়ন্স রাউন্ডের জন্য প্রতিযোগিতা করে। এর মধ্যে ‘ইকো সেন্টিনেলস বাংলাদেশ’ চ্যাম্পিয়ন অব দি চ্যাম্পিয়ন্স হওয়ার গৌরব অর্জন করে। এর আগে, তারা খুলনা ও বরিশাল বিভাগের প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়।