দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার
মো: জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
দেশের কেনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। শনিবার (১২ এপ্রিল) সকালে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এসময় তিনি জানান, দেশে সরকারি যে ৩৭টি মেডিকেল কলেজ রয়েছে তার মধ্যে ছয়টি মেডিকেল কলেজ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে, এর মধ্যে নীলফামারী মেডিকেল কলেজ একটি। স্বাভাবিকভাবে নতুন করে হওয়া নীলফামারীসহ ছয়টি মেডিকেল কলেজে এখনও পরিপূর্ণভাবে অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি।
তিনি বলেন, ২০১৮ সালে তৎকালীন সরকার যথাযথ কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই অনেকগুলো মেডিকেল কলেজ স্থাপন করে। পরে এক সিদ্ধান্তে এগুলোর আসন বাড়িয়ে ফেলা হয়। এজন্য যে ধরনের প্রস্তুতি দরকার ছিলো তা নেয়া হয়নি। ফলে এখন নানান ধরনের সমস্যা পোহাতে হচ্ছে।
ডা. নাজমুল হোসেন আরো বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কখনোই কোনো মেডিকেল কলেজ বন্ধের পক্ষে না। কিন্তু মেডিকেল কলেজে উপযুক্ত শিক্ষার মান বজায় রাখতে হবে। যদি কোনো কারণে সেটা সম্ভব না হয় তবে ভিন্ন চিন্তা করতে হবে। তিনি জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি মেডিকেল কলেজে অ্যাকাডেমিক ভবন তৈরি হচ্ছে। দশটা মেডিকেল কলেজে ১৯টি ছাত্র হোস্টেল বানানো হচ্ছে।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) ডা. মাসুদুর রহমান, উপপরিচালক (সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহসহ রংপুর ও দিনাজপুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।