ডিমলায় ৯৯৯ ফোন দিয়ে মাদক ব্যবসায়ী স্বামীকে পুলিশে ধরিয়ে দিল স্ত্রী

Apr 12, 2025 - 22:44
ডিমলায় ৯৯৯ ফোন দিয়ে মাদক ব্যবসায়ী স্বামীকে পুলিশে ধরিয়ে দিল স্ত্রী

মো: জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

রাতদিন মাদক বেচাকেনা, সেবন আর স্ত্রীর ওপর নির্যাতন, অবশেষে সেই যন্ত্রনা সহ্য করতে না পেরে নীলফামারীর ডিমলা উপজেলায় জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে মো. কামারুজ্জামান(৩৫) নামের এক মাদক ব্যবসায়ী স্বামীকে মাদকদ্রব্যসহ হাতেনাতে পুলিশে ধরিয়ে দিয়েছে স্ত্রী। 

শনিবার(১২ এপ্রিল) সকালে নীলফামারীর ডিমলা উপজেলার মেডিকেল মোড় এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছে ৩৮টি ইয়াবা ট্যাবলেট এবং দুইবোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। কামারুজ্জামান উক্ত উপজেলার বাবুরহাট এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন সরকারের ছেলে। পুলিশ জানায়, অভিযুক্ত কামারুজ্জামানের স্ত্রী প্রায় সময় তাকে মাদক কারাবার ছেড়ে দেয়ার জন্য বললে সে তার স্ত্রীর ওপর শারিরীকভাবে নির্যাতন করতো। শুক্রবার(১১ এপ্রিল) রাতেও সে মাদক বিক্রির জন্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার স্ত্রী মাদক ব্যবসা করতে নিষেধ করলে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে তার মাথায় আঘাত করে। এতে তার স্ত্রীর মাথা ফেটে অজ্ঞান হয়ে পড়ে। পরে জ্ঞান ফিরলে আহত স্ত্রী পুলিশের কাছে স্বামীর মাদক বিক্রি সংক্রান্ত তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে কামারুজ্জামানের মেডিকেল মোড়ের ভাড়া বাসা থেকে ৩৮টি ইয়াবা ট্যাবলেট এবং দুই বোতল ফেন্সিডিলসহ তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামারুজ্জামান মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। ওসি আরো বলেন, আমরা কামারুজ্জামানের স্ত্রীর মতো এমন সচেতন মানুষ সমাজে চাই। প্রত্যেক পরিবার যদি এভাবে সচেতন মানুষ থাকে, তারা এভাবেই পুলিশের সহযোগিতা করে তাহলে দেশ ও সমাজ থেকে মাদকসহ সকল অপরাধ কর্মকান্ড প্রতিরোধ করা সহজ হবে।