জলঢাকায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি, স্বেচ্ছাচারীতার অভিযোগ এনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণ।
রবিবার (৪ মে) উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের হাতে ছিল নানা অভিযোগসংবলিত ব্যানার ও ফেস্টুন। পরে তারা ইউএনও বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করে।
অভিযোগকারীরা জানান, প্রধান শিক্ষক মোছাঃ মনোয়ারা বেগম প্রতিষ্ঠান পরিচালনায় স্বেচ্ছাচারিতা, অর্থনৈতিক অনিয়ম, অনৈতিক আচরণ, বৈষম্যেসহ নানা প্রকার দুর্নীতির সাথে জড়িত। তার স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্মারকলিপিতে প্রধান শিক্ষক অপসারণ, তার বিরুদ্ধে তদন্ত ও যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক মোছাঃ মনোয়ারা বেগমের মন্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন জানিয়েছেন, স্মারকলিপি পেয়েছেন এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।