এক কোটির অধিক নতুন সদস্য নেবে বিএনপি

May 8, 2025 - 20:15
এক কোটির অধিক নতুন সদস্য নেবে বিএনপি

ডেস্ক রিপোর্ট, দ্যা ডেইলি ইমেজ বিডিঃ

এক কোটির অধিক নতুস সদস্য সংগ্রহে দুই মাসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৫ মে থেকে শুরু হয়ে ১৫ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার প্রাথমিক সদস্য নবায়ন সংক্রান্ত কমিটির বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব সিদ্ধান্তের কথা জানান। তিনি এই কমিটির আহ্বায়কও।

রিজভী বলেন, এবার শুধুমাত্র নবায়ন নয়, আমাদের কাজ শুরু হবে আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত দুই মাস এটি চলবে সেটা হচ্ছে নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান।

এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দ্রুতগতিতে দেশব্যাপী আমাদের যে টার্গেট… আমরা টার্গেট করেছি প্রায় এক কোটির অধিক এবার প্রাথমিক সদস্য আমরা করব ইনশাল্লাহ।

রিজভী বলেন, আপনারা জানেন যে, বিগত আওয়ামী ফ্যাসিবাদী যে দুঃসময় গেছে, সেই দুঃসময় স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি। আপনারা দেখেছেন, প্রায় দিনের পর দিন তারা এই দলীয় কার্যালয় আক্রমণ করেছে, আমাদের দলের প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে… কম্পিউটার, টাইপ টাইটার, ফ্যাক্স মেসিন ইত্যাদি তারা (সরকারের পুলিশ বাহিনী) ভাংচুর করেছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার গণতন্ত্রের জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে পলিটিক্যাল পার্টিগুলো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান একটি সুষ্ঠু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে উঠে।

সেই নিয়ম শৃঙ্খলাকে একেবারে পর্যদুস্ত করার জন্য এবং একচ্ছত্র একদলীয় দুঃশাসনকে কায়েম রাখার জন্য তারা বিরোধী দলগুলোর ওপর মুহুর্মুহু আক্রমন করেছে। এই দলীয় কার্যালয় কতবার যে ভাংচুর করে্ছে, তছনছ করেছে, আমাদের দলের ভেতরে কম্পিউটার, দলিল, ফাইল সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে… অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে… সেই পরিস্থিতিতে আবার নতুন করে পুনর্গঠন করা আমাদের জন্য কঠিন ব্যাপার, সেটা আমাদের করতে হচ্ছে। আমাদের দল করতে কত লোক আগ্রহী সেটাও আমাদের যে সদস্য সংগ্রহ অভিযান চলবে সেটি এই অভিযানের মধ্য দিয়ে জানতে পারব।

তিনি বলেন, সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করেন, যারা বিএনপিমনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন এই আমরা প্রত্যাশা করি।