বিবাহবার্ষিকীতে আবেগঘন পোস্ট পূর্ণিমার স্বামীর

May 27, 2025 - 18:10
বিবাহবার্ষিকীতে আবেগঘন পোস্ট পূর্ণিমার স্বামীর

দ্যা ডেইলি ইমেজ বিডি ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও আলোচনায় রয়েছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। ২০২২ সালের ২৭ মে করপোরেট পেশাজীবী আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন তিনি। তিন বছর পার করে সোমবার (২৭ মে) এই দম্পতি উদযাপন করলেন তাদের বিবাহবার্ষিকী।

এই উপলক্ষে রবিন সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ণিমার সঙ্গে কিছু স্মৃতিময় ছবি শেয়ার করে লেখেন, “আলহামদুলিল্লাহ, আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো—যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা।”

স্ত্রীর প্রতি ভালোবাসা জানিয়ে তিনি আরও লেখেন, “পূর্ণিমার মতো জীবনসঙ্গী পেয়ে আমি কৃতজ্ঞ। সে আমাকে বোঝে, পাশে থাকে, আমাদের পথচলাকে বিশেষ করে তুলেছে।”

উল্লেখ্য, পূর্ণিমা এর আগে ২০০৭ সালে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন এবং তাঁদের একমাত্র কন্যাসন্তান রয়েছে। ২০২২ সালে বিচ্ছেদের পর রবিনের সঙ্গে নতুন করে শুরু হয় তার দাম্পত্য জীবন।