ঐতিহ্যবাহী ডিমলা কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া ও দিকনির্দেশনা অনুষ্ঠিত
নীলফামারীর ডিমলা উপজেলার ঐতিহ্যবাহী ডিমলা কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে - ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য এক দোয়া ও দিকনির্দেশনা মূলক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (ডিমলা) কামিল মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুস সাত্তার এর সভাপ্রধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরানুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না এবং ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী, ডিমলা নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান কমল এছাড়াও উপস্থিত, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল মজিদ, দাতা সদস্য এমদাদুল হক, সদস্য আব্দুল হামিদ সাবু সহ সকল শিক্ষক এবং কর্মচারীবৃন্দ ।
সভার সভাপতি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও আধ্যাত্মিক উন্নয়নের পাশাপাশি পরীক্ষায় সাফল্য লাভে নিয়মিত অধ্যয়ন এবং আল্লাহর ওপর ভরসা করাই হচ্ছে মূল চাবিকাঠি। অনুষ্ঠানে অতিথিরা পরীক্ষার্থীদের উদ্দেশে শুভকামনা জানান এবং ভবিষ্যৎ জীবনে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য পরামর্শ দেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা অভিভূত হয় এবং আত্মবিশ্বাসের সাথে আসন্ন পরীক্ষার প্রস্তুতির অঙ্গীকার ব্যক্ত করে।