জলঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত
বিধান চন্দ্র রায়, দ্যা ডেইলি ইমেজ বিডিঃ
জাতীয় সাংবাদিক সংস্থা’র মূলমন্ত্র “জাতীয় সাংবাদিক সংস্থা, সকল সাংবাদিকদের আস্থা” বুকে ধারন করে জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকাল সারে ১০ টায় থানা মোড়ে অবস্থিত জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারীর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সহ সভাপতি এমদাদুল হক সাজু, সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শান্ত, দপ্তর সম্পাদক হারুন-অর-রশীদ কাজল, সদস্য হাবিবুর রহমান বুলেট, সদস্য এহছান এলাহী সহ সকল সদস্য প্রমূখ।
সাধারণ সভায় জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। শেষে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মহুরম মোঃ আলতাফ হোসেন এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও কেন্দ্রীয় বৃন্দদের দীর্ঘায়ু কামনা করা হয়।