জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে বিদ্যুৎ সংযোগে অগ্রগতি
আগামী ১২ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সংযোগ কার্যক্রম
স্টাফ রিপোর্টার,দ্যা ডেইলি ইমেজ বিডিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কেরানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রধান প্রকৌশলী এবং প্রকল্পের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালকও উপস্থিত ছিলেন।
সভায় দ্বিতীয় ক্যাম্পাসে বিদ্যুৎ সংযোগ স্থাপনের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে সংযোগ স্থাপনের কাজ শুরু হবে বলে জানানো হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এটি দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা পরিবেশ ও আধুনিক অবকাঠামো নির্মাণে নতুন গতি যোগ করবে।