তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

Aug 18, 2025 - 21:12
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনস্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ‘অফিস সহায়ক’ পদে ৪৯৭ জন লোকবল নিয়োগ দেবে। নিয়োগটি অস্থায়ী ভিত্তিতে দেওয়া হবে এবং বাংলাদেশের যেকোনো স্থানে চাকরির সুযোগ রয়েছে। আবেদন শুরু ১৮ আগস্ট থেকে।

প্রতিষ্ঠানের নাম : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

অধিদপ্তরের নাম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর

পদের নাম : অফিস সহায়ক

চাকরির ধরন: অস্থায়ী

যোগ্য প্রার্থী: নারী ও পুরুষ উভয়

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

বয়সসীমা : প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়সের প্রমাণ হিসেবে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে নির্ধারিত লিংকে গিয়ে।

আবেদনের সময়সীমা: ১৮ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫ টা পর্যন্ত।

আবেদন করার সময় নিচের দুটি জিনিস স্ক্যান করে যুক্ত করতে হবে:

৩০০x৩০০ পিক্সেল সাইজের ছবি

৩০০x৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর

আবেদন ফি : আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে ৫৬ টাকা জমা দিতে হবে। ফি অফেরতযোগ্য।

আবেদনপত্র জমা দেওয়ার সময় ভুল করলে সেটি বাতিল হতে পারে। তাই সাবধানে আবেদনপত্র পূরণ করুন এবং সময়সীমার আগে জমা দিন।