ত্রিপুরায় বাংলাদেশি হত্যা, ঢাকার নিন্দার জবাবে যা জানালো ভারত

Oct 18, 2025 - 07:09
ত্রিপুরায় বাংলাদেশি হত্যা, ঢাকার নিন্দার জবাবে যা জানালো ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ত্রিপুরায় গণপিটুনিতে তিন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকারের তীব্র নিন্দার জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া জানায় দেশটি। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিহত তিনজনকে চোরাচালানকারী হিসেবে উল্লেখ করে বলেন, গত ১৫ অক্টোবর ত্রিপুরায় ওই তিন দুর্বৃত্ত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের বিদ্যাবিল গ্রাম থেকে গরু চুরির চেষ্টা করে। ওই সময় তিন ব্যক্তি স্থানীয় গ্রামবাসীদের ওপর লোহার রড ও ছুরি দিয়ে আক্রমণ করে এবং একজন গ্রামবাসীকে হত্যা করে। এরপর অন্যান্য গ্রামবাসীরা আক্রমণকারীদের প্রতিরোধ করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন দুই চোরাচালানকারীকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তৃতীয় ব্যক্তি পরের দিন হাসপাতালে মারা যান। এই ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং নিহত তিনজনের মৃতদেহ বাংলাদেশি পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।