জলঢাকায় ২৪৮ প্রাথমিক বিদ্যালয়ে একযোগে খাদ্য বিতরণ শুরু
জলঢাকা প্রতিনিধিঃ
জলঢাকা উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় একযোগে ২৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর ) সকালে জলঢাকা মেধাকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জায়িদ ইমরুল মোজাক্কিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুস ছামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. পারুলী আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ কর্মসূচির আওতায় জলঢাকা উপজেলার ২৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৬ হাজার ৫৭৭ জন শিক্ষার্থীর মাঝে সপ্তাহব্যাপী নির্ধারিত মেন্যু অনুযায়ী খাদ্য সরবরাহ করা হবে। মেন্যু অনুযায়ী শিক্ষার্থীদের বনরুটি, সিদ্ধ ডিম ও কলা বিতরণ করা হবে, যা তাদের দৈনিক পুষ্টি চাহিদার একটি অংশ পূরণে সহায়ক হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ক্ষুধামুক্ত পরিবেশে শিশুরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে, যা প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানে ইএসডিও’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে জলঢাকা উপজেলায় প্রাথমিক শিক্ষায় ইতিবাচক ও টেকসই পরিবর্তন আসবে।