ঈদের ছুটি শেষে খুললো খুলনা বিশ্ববিদ্যালয়
খুবি প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে আজ রবিবার (১৫ জুন) খুলেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের ছুটির নির্ধারিত সময়সীমা শেষে পূর্বঘোষিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম যথাসময়ে শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটি শেষে অফিস ও বিভাগীয় পর্যায়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথম কর্মদিবসে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত ক্লাস ও ল্যাব কার্যক্রমও চালু রয়েছে।
এদিকে আবাসিক হলগুলো আজ রাত থেকেই শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী খুলনায় ফিরে এসেছেন। যারা এখনো ফেরেননি, তাদের দ্রুত ক্যাম্পাসে ফিরে আসার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যাতে একাডেমিক কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।
শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসনব্যবস্থা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ে ঈদ-উল-আযহা উপলক্ষে গত ৯ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটি শেষে আজ ১৫ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পুনরায় চালু হয়েছে।