২৬৮ আসনে একক নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ
অনলাইন ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক জোটে না গিয়ে এককভাবে লড়াই করার চূড়ান্ত ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরোনো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জানান যে তারা দেশের ২৬৮টি আসনে একক প্রার্থী দিয়ে নির্বাচনি ময়দানে থাকবেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতা না হওয়া এবং নীতিগত মতভেদের কারণে তারা জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গাজী আতাউর রহমান বলেন মনোনীত ২৬৮ জন প্রার্থীকে ইতোমধ্যেই নিজ নিজ নির্বাচনি এলাকায় কার্যক্রম শুরু করার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে কোনো অবস্থাতেই কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।
মূলত ‘ওয়ান বক্স পলিসি’ হাইজ্যাক হওয়া এবং আসন বণ্টনে জামায়াতের একক কর্তৃত্বের প্রতিবাদে ইসলামী আন্দোলন তাদের স্বতন্ত্র পথ বেছে নিল। এর মধ্য দিয়ে নির্বাচনি রাজনীতিতে নতুন সমীকরণের সৃষ্টি হলো যা ইসলামপন্থী দলগুলোর ভোট ভাগাভাগিতে বড় প্রভাব ফেলতে পারে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের পক্ষ থেকে বলা হয়েছে বিজয় সুনিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে প্রচারণা জোরদার করতে হবে। জামায়াত জোটের আসন ঘোষণার পরদিনই ইসলামী আন্দোলনের এই একক লড়াইয়ের ঘোষণা নির্বাচনি অঙ্গনে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। এখন দেখার বিষয় এককভাবে লড়াই করে পীর সাহেব চরমোনাইয়ের দল নির্বাচনি ফলাফলে কতটা চমক দেখাতে পারে।